22, January, 2017  ৯ মাঘ, ১৪২৩   09:43:06 AM
Weather Bangladesh, Dhaka 19.05 °C
ব্রেকিং নিউজ
 কামরাঙ্গীরচরে কবিরাজ বাচ্চু মিয়া হত্যা মামলায় পুত্রসহ ৪ জন গ্রেফতার  চ্যানেল আইতে ‘জনগণের পুলিশ: বাংলাদেশ পুলিশ’ প্রচারিত হবে ২৩ জানুয়ারি  তেজগাঁওয়ে হত্যা মামলার রহস্য উদঘাটনঃ গ্রেফতার ৩  ডিএমপি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫২ জন গ্রেফতার
শিরোনাম
সৌদি আরবে দুর্ঘটনায় এক বাংলাদেশীর মৃত্যু
আপডেট: ১৭:১১, জানুয়ারী ১১, ২০১৭
 
সৌদি আরবে দুর্ঘটনায় মহেশখালীর গিয়াসের মৃত্যু

সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুরের বাসিন্দা গিয়াস উদ্দীন (৩৫)।ভবন নির্মাণের কাজ করতে গিয়ে ১০ জানুয়ারি সৌদি সময় বেলা ১১টায় তার মৃত্যু হয়। নিহত প্রবাসী গিয়াস শাপলাপুর ইউনিয়নের মুকবেখী এলাকার মৃত গোলাম কুদ্দুসের ছেলে। তিনি দু’ছেলে ও এক মেয়ের জনক।গিয়াস উদ্দীনের ভাতিজা আবদুল্লাহ আল মামুন জানান, ২০০৫ সালে নির্মাণ শ্রমিকের ভিসা নিয়ে সৌদি আরব গিয়েছিলেন গিয়াস উদ্দীন। প্রবাসে যাবার পর থেকে তিনি দু’বার দেশে এসেছিলেন। চলতি মাসের শেষ সপ্তায় তার তৃতীয়বার দেশে আসার কথা ছিলো।কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, পরিবারের সদস্যরা যথাযথভাবে আবেদন করলে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।সূত্র:জাগোনিউজ ২৪


পঠিতঃ ১৩

মন্তব্যসমূহ

কোন মন্তব্য নাই।