27, March, 2017  ১৩ চৈত্র, ১৪২৩   08:52:39 AM
Weather Bangladesh, Dhaka 24 °C
ব্রেকিং নিউজ
 সিলেটে জঙ্গি হামলায় নিহত দুই পুলিশ সদস্যের মৃত্যুতে আইজিপির শোক  ৪৬ কেজি বিস্ফোরকসহ গ্রেফতার ২  ফেসবুক লাইভে আসছেন ডিএমপি কমিশনার  মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন  ডিএমপি’র অভিযানে ৫০ মাদক ব্যবসায়ী গ্রেফতার
শিরোনাম
ফেরদৌস-মৌসুমীর ‘পোস্টমাস্টার ৭১’
আপডেট: ১৩:১২, জানুয়ারী ১১, ২০১৭

 

Image result for মৌসুমী ফেরদৌস পোস্টমাস্টার ৭১

‘পোস্টমাস্টার ৭১’ ছবির গানের শুটিং শেষ। আর ছবির শুটিংয়ের কাজ ফুরাতেও বাকি মাত্র কয়েক দিন। আগামী এক সপ্তাহের মধ্যে একদিনের সিক্যুয়েন্সের শুটিং করা হবে বলে জানিয়েছেন ছবির পরিচালক আবির খান। ছবিতে জুটি বেঁধে অভিনয় করছেন ফেরদৌস ও মৌসুমী। গতকাল গাজীপুরের পাতার দরগা শুটিং স্পটে গানের শুটিংয়ে অংশ নিয়েছেন ঢালিউডি ছবির একসময়ের জনপ্রিয় এই জুটি।

 

আবির খান বলেন, ‘আমরা গতকাল ছবির গানের শুটিং শেষ করেছি। শুটিংয়ে অংশ নেন ফেরদৌস ও মৌসুমী ম্যাডাম। ছবির কাজ প্রায় শেষ পর্যায়ে। আর মাত্র একদিন সিক্যুয়েন্সের শুটিং করলেই কাজ শেষ হবে। মৌসুমী ম্যাডামের একটা সমস্যার কারণে আজ শুটিং করতে পারছি না। আগামী সপ্তাহখানেকের মধ্যে আমরা একদিনের শুটিং করতে পারব। তাহলেই ছবির শুটিং শেষ হয়ে যাবে।’

Image result for মৌসুমী ফেরদৌস

 

মুক্তিযুদ্ধের অনেক ছবি এর আগেও দর্শক দেখেছেন। এই ছবিতে বিশেষত কোন দিকে মনোযোগ দেওয়া হয়েছে—এ প্রশ্নের জবাবে পরিচালক বলেন, ‘আসলে মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশে যাঁরা ছিলেন, এঁদের যে কাউকে নিয়ে একাধিক ছবি নির্মাণ করা যায়। এর আগে অনেক মুক্তিযুদ্ধের ছবি হয়েছে, আগামীতেও হবে। আমি এই ছবিতে তৎকালীন সরকারি কর্মকর্তাদের গল্প তুলে ধরার চেষ্টা করেছি।’

 

ছবির গল্প নিয়ে পরিচালক বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় খবর আদান-প্রদানের জন্য চিঠি ছাড়া আর কোনো মাধ্যম ছিল না। অফিসগুলোতে কিছু টেলিফোন বা টেলিগ্রাম ব্যবহার করা হতো। গল্পে দেখা যাবে যে, একজন পোস্টমাস্টার কীভাবে নিজের জীবন বাজি রেখে যুদ্ধে অংশ নিয়েছে। কীভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় খবর পৌঁছে দিয়েছে। এ ধরনের একটি গল্প নিয়ে আমরা নির্মাণ করছি এই ছবিটি।’

Image result for মৌসুমী ফেরদৌস পোস্টমাস্টার ৭১

ছবির মুক্তির বিষয়ে পরিচালক বলেন, ‘আমরা ২৬ মার্চ ছবিটি মুক্তি দিতে চাই। এই হিসাব করেই আমাদের কাজ এগিয়ে যাচ্ছে। এরই মধ্যে এডিটিং-ডাবিংয়ের কাজ শেষ পর্যায়ে। আশা করি, চলতি মাসের শেষ দিকে ছবিটি সেন্সরে জমা দিতে পারব।’ সূত্রঃ এনটিভি।


পঠিতঃ ৬৯

মন্তব্যসমূহ

কোন মন্তব্য নাই।