22, January, 2017  ৯ মাঘ, ১৪২৩   09:43:16 AM
Weather Bangladesh, Dhaka 19.05 °C
ব্রেকিং নিউজ
 কামরাঙ্গীরচরে কবিরাজ বাচ্চু মিয়া হত্যা মামলায় পুত্রসহ ৪ জন গ্রেফতার  চ্যানেল আইতে ‘জনগণের পুলিশ: বাংলাদেশ পুলিশ’ প্রচারিত হবে ২৩ জানুয়ারি  তেজগাঁওয়ে হত্যা মামলার রহস্য উদঘাটনঃ গ্রেফতার ৩  ডিএমপি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫২ জন গ্রেফতার
শিরোনাম
লাখো মানুষের উপস্থিতি রাফসানজানির জানাজা ও দাফনে
আপডেট: ১৬:৫১, জানুয়ারী ১০, ২০১৭

 

 

 

 

 

 

 

 

 তেহরান বিশ্ববিদ্যালয়ে ইরানের সাবেক প্রেসিডেন্ট আকবর হাশেমি রাফসানজানির জানাজায় শরীক হতে মঙ্গলবার সকালে লাখো মানুষ হাজির হয়েছে। তাকে শেষ বারের মতো বিদায় ও শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয় এলাকায় লাখো মানুষের ঢল নামে। রাষ্ট্রীয় টেলিভিশনে বিশ্ববিদ্যালয়ের চারপাশের রাস্তায় অসংখ্য মানুষের উপস্থিতি দেখানো হয়েছে।

 

এদিকে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনির ইমামতিতে রাফসানজানির জানাজা অনুষ্ঠিত হচ্ছে। যদিও উভয়ের মধ্যে তীব্র মতপার্থক্য ছিল।
খ্যাতিমান এ রাজনীতিবিদকে ইরানের ইসলামি বিপ্লবের প্রতিষ্ঠাতা আয়তুল্লাহ রুহল্লাহ খোমেনির সমাধিস্থলে দাফন করা হচ্ছে। রাফসানজানি ৮২ বছর বয়সে গত রোববার ইন্তেকাল করেন।


সকল রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতারা জানাজা ও দাফন অনুষ্ঠানে উপস্থিত থাকছেন।শোক জানাতে তেহরানে কালো পতাকা উত্তোলন এবং অনেক স্থানে রাফসানজানির ছবি টানানো হয়েছে।সূত্র:বাসস


পঠিতঃ ২৬

মন্তব্যসমূহ

কোন মন্তব্য নাই।